ফেসবুক ব্যবহারকারীদের জন্য ভয়ংকর দুঃসংবাদ! (যারা ফেসবুক চালান তারা এখনই জেনে নিন কি সেই ভয়ঙ্কর দুঃসংবাদ)

College students Saloni Shah, 18, from left, Roshani Munat, 18 and Shruti Jain, 19, check Facebook Inc. accounts on smartphone devices in Mumbai, India, on Wednesday, Aug. 3, 2011. India has 32 million users of Facebook, according to socialbakers.com, which tracks user data at the Palo Alto, California-based company. Photographer: Kainaz Amaria/Bloomberg via Getty Images

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়ত বন্ধুদের সাথে যোগাযোগ থেকে শুরু করে নিজের অনেক ইচ্ছা এবং শখের কথা আদান প্রধান কারা হয়ে থাকে। কিন্তু এই ভালো জিনিসটাকেই আবার অনেকে খারাপ ভাবে ব্যবহার করে থাকেন। হরহামেশায় শুনতে পারা যায় ফেসবুকের প্রতারণার কাথা। আবার অনেকে ফেক অ্যাকাউন্ট খুলে নানা ভাবে পায়দা হাসিলেন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কাছে ফেসবুক তো নয় যেন এটি ফেকবুক! একজন মানুষই নানান ছবিতে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করছেন ফেসবুকে। এমনো হয়েছে, কোনো একটি মেয়ের ছবি দিয়ে ভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে একটি ছেলে। আবার উল্টোটা হওয়ারও উদাহরণ আছে বহু। এবার এই ফেক অ্যাকাউন্টের ক্ষেত্রে সাইবার আইনে নতুন সংশোধনী এনেছে ব্রিটেন সরকার।
ফেক অ্যাকাউন্ট ব্যবহারকারী ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। ইংল্যান্ড এবং ওয়েলসে ‘ফেক অ্যাকাউন্ট’ বানিয়ে তা ব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই ধরা হবে। আর শাস্তি হতে পারে আর্থিক জরিমানা। এমনকি হতে পারে জেলও। যে ভাবে ধরা পড়বে ফেক অ্যাকাউন্ট? ব্রিটেনের সরকার এমন এক পরিষেবা চালু করতে চলেছে, যেখানে সন্দেহজনক প্রোফাইলের ওপর নজরদারি করবে প্রশাসন। আর তা হবে অভিযোগের ভিত্তিতে। ভারত, বাংলাদেশ কিংবা এশিয়াতে এখনো পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি, তবে সাইবার ক্রাইমকে প্রতিরোধ করতে এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে সরকার।

পিকনিকে গিয়ে সবার সামনে একি করল? দুই ছেলে মেয়ে

ভিডিও টি দেখতে নিচের ছবির উপর ক্লিক করুন

শীতকালীন নৌকা ভ্রমনে যেয়ে মেয়ে সহকারীকে হুট করে যা করে বসলেন বস(দেখুন ভিডিও তে)
Add caption

ভিডিওটি দেখতে নিচের ছবির উপর √ক্লিক√ করুন

2016-03-05_162745ডাক্তার আমার সারা দেহ উপভোগ করে, তারপর চিকিৎসা… (ভিডিওতে দেখুন)

Related Posts:

0 comments:

Post a Comment